একদা কালবৈশাখীর ঝড়ের একদিনে একদল বানর বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি গাছের নিচে আশ্রয় নিলো।
সেই গাছে এক ঝাঁক পাখির বাসা ছিলো। পাখিরা তাদের বাসা থেকে বানরদের এমন দুর্দশা দেখে বেশ কষ্ট পাচ্ছিলো। তাই তারা বানর দলকে বললো-
“বানর ভাইয়েরা, তোমরাও তো গাছেই থাকো, তাহলে তোমরা গাছের উঁচু ডালে বাসা বানাও না কেনো!? তোমাদের বাসা থাকলে তোমরাও ঝড়ের দিনে নিশ্চিন্তে থাকতে পারতে।”
পাখিদের কথা শুনে বানর দল ভাবলো, পাখিরা তাদের দুর্দশা দেখে মজা নিচ্ছে। তাই তারা পাখিদের উপর আক্রমণ করতে লাগলো।
আক্রমণ থেকে রক্ষা পেতে পাখিরা আরো উঁচু ডালে গিয়ে বসলো। সেখান থেকে তারা চিৎকার করে বললো-
“আমরা বন্ধু ভেবে তোমাদের সাহায্য করতে চাইলাম আর তোমরা আমাদের উপর আক্রমণ শুরু করলে!! এই কারণেই সবাই তোমাদের ‘বানর’ বলে!”
বানর দল তাদের ভুল বুঝতে পারলো। তারা পাখিদের কাছে ক্ষমা চাইলো।
শিক্ষা: মুহূর্তের মধ্যেই কারো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক না