একদিন এক মাছি ও এক পিঁপড়ার মধ্যে ঝগড়া লাগলো। কার জীবন বেশি সুন্দর এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মাছি পিঁপড়াকে অনেক কটু কথা শোনালো। বললো-
“পিঁপড়া, তোমার জীবন তো একেবারেই অর্থহীন। আমাকে দেখো, আমি বাতাসের কোলে খেলে বেড়াই। রাজপ্রাসাদে যেতে পারি, রাজার খাবারে বসে সেগুলো খেতে পারি। এমনকি আমি রাজার মুকুটের উপরেও হেঁটে বেড়াতে পারি। কিন্তু তুমি! তুমি শুধু মাটিতেই ঘুরে বেড়াও।”
মাছির কথা শুনে পিঁপড়া বললো, “তোমার সব কথাই ঠিক। কিন্তু একটু জোরে বাতাস হলেই তো তুমি মাটিতে আছড়ে পড়ো। তাই তোমার উচিত আমার প্রতি এবং অন্য সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কাউকে ছোট না করা।”
পিঁপড়ার কথা শুনে মাছি আর কোনো উত্তর দিতে পারলো না। নিজের ভুল বুঝতে পেরে সে পিঁপড়ার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেলো।
শিক্ষা: সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত