একদিন এক ছোট বাচ্চা বাসার সামনের মাঠে খেলাধুলা করছিলো। পাশেই তার বাবা দাঁড়িয়েছিলো। খেলতে খেলতে ভুলবশত একটি সাপের গায়ে পা পড়লো তার।
সাপটি ভাবলো ছেলেটি তাকে আক্রমণ করছে তাই সে ছেলেটির দিকে ফণা তুললো। ছেলেটির বাবা সাপের দিকে একটি ইট ছুঁড়ে তাকে তাড়িয়ে দিলো।
বাসার ফেরার পর বাবার খুব অপরাধবোধ হলো। তাই সে এক বাটি দুধ নিয়ে সেই সাপের গর্তের গেলো। সাপের গর্তে দুধের বাটিটি রেখে বাবা বললো,
“সাপ বন্ধু!
এসো যা হয়েছে ভুলে যাই।
একে অপরকে বন্ধু বানাই।” কিন্তু সাপটি কোনো উত্তর দিতো না।
বাবা হতাশ হয়ে বাসায় ফিরে গেলো। এভাবে কয়েকদিন চলতে থাকলো। একদিন সাপ গর্ত থেকে বের হলো এবং ছেলেটির বাবাকে বললো-
“আমাদের বন্ধুত্ব কখনোই সম্ভব না। আমি কোনোদিন ভুলতে পারবো না যে, তোমার ছেলে আমার গায়ে পা দিয়েছিলো। আর তুমিও কোনোদিন ভুলতে পারবে না যে, আমি তোমার ছেলের দিকে ফণা তুলেছিলাম। তাই ভালো হয়, তুমি দুধ নিয়ে আর আমার গর্তে এসো না।”
বাবা বুঝতে পারলো, সাপ একদম ঠিক কথা বলছে। তাই সেইদিনের পর থেকে সে আর কখনোই সাপের গর্তে বন্ধুত্ব করতে যায়নি।
শিক্ষা: কারো সাথে খারাপ ব্যবহার করার আগে তার পরিণতি বিবেচনা করা উচিত