এক ভোরে এক জেলে পুকুরে মাছ ধরতে গেলো। সকাল থেকে দুপুর হয়ে গেলো কিন্তু জেলের জালে একটিও মাছ আটকা পড়লো না।
ক্ষুধার জ্বালায় বেশ কষ্ট পেতে লাগলো সে। জেলে ভাবলো, “বড় একটা মাছ ধরা পড়লে ভালোই হবে। বাসায় নিয়ে গিয়ে বৌকে এখুনি রান্না করতে বলবো। বড় মাছ দিয়ে মজা করে ভাত খাবো।”
বিকেলে জেলের জালে একটি ছোট মাছ ধরা পড়লো। মাছটি জেলেকে বললো, “আমাকে আজকে ছেড়ে দিন। আমি যখন বড় হবো তখন আমাকে মজা করে খেয়েন।”
“না, ছোট মাছ। তোমার বড় হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো না। আমি আজকেই তোমাকে বাসায় নিয়ে যাবো।”, এই বলে জেলে মাছটিকে বাসায় নিয়ে গেলো এবং ছোট মাছটি দিয়ে মজা করে ভাত করে খেলো।
শিক্ষা: বড় অর্জনের আশায় ছোট অর্জনগুলো এড়িয়ে যেতে হয়না