একদা এক বনে একটি বেজি ও একটি শিয়াল বাস করতো। তারা খুব ভালো বন্ধু ছিলো।
একদিন শিয়াল ও বেজি একসাথে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় তারা দেখলো, একটি সিংহ একটি ভেড়ার সামনে দাঁড়িয়ে আছে।
তারা দ্রুত সিংহর কাছে গেলো এবং বললো, “সিংহ, এ তুমি কী করছো!! ভেড়াটাকে ভয় দেখাচ্ছো কেনো? ভেড়াও তো আমাদের মতোই এই জঙ্গলের একটি প্রাণী।”
প্রত্যুত্তরে সিংহ বললো, “না… না… আমি ভেড়াকে ভয় দেখাচ্ছি না। আমি ওর খোঁজখবর নিচ্ছিলাম।”
সিংহের কথায় ভেড়া সহমত পোষণ করলো। বেশ লজ্জা পেলো শিয়াল ও বেজি এবং সিংহের কাছে ক্ষমা চাইলো। এরপর তারা ৪জন বন্ধু হয়ে গেলো।
শিক্ষা: বাহ্যিক সৌন্দর্য না দেখে আমাদের অভ্যন্তরীণ সৌন্দর্য দেখা উচিত