এক বনে এক শিয়াল বাস করতো। তার প্রতিবেশী ছিলো বক। একদিন শিয়াল বককে তার বাসায় দাওয়াত দিলো।
যথাসময়ে বক দাওয়াত খেতে আসলো। শিয়াল বককে একটি প্লেটে খাবার খেতে দিলো। সূচালো লম্বা ঠোঁট দিয়ে বক প্লেটে ঠোকর মেরে খাবার খাওয়ার চেষ্টা করলো।
কিন্তু সে কিছুই খেতে পারলো না। এদিকে শিয়াল বেশ হাপুস হুপুস করে খেয়ে যাচ্ছিলো। বেশ বিরক্ত হলো বক।
শিয়ালের খাওয়া শেষে বক যখন বাসায় ফিরে যাচ্ছিলো তখন শিয়ালকে বললো, “শিয়াল, তুমি একদিন আমার বাসায় দাওয়াত নাও।”
শিয়াল বললো, “অবশ্যই। কালকে আমি একটু ব্যস্ত আছি। পরশুদিন আসবো।” বক বললো, “ঠিক আছে।”
একদিন পরে দাওয়াত খেতে গেলো শিয়াল। বক শিয়ালকে একটি সরু কলসিতে খাবার খেতে দিলো।
বক তার সূচালো ঠোঁট কলসির ভেতরে ঢুকিয়ে মজা করে খাবার খাচ্ছিলো কিন্তু শিয়াল কোনোভাবেই সরু কলসির ভেতরে মুখ ঢুকাতে পারলো না। তাই সেও কিছুই খেতে পারলো না।
শিয়াল বুঝতে পারলো বককে প্লেটে খাবার খেতে দিয়ে সে খুব অন্যায় করেছে এবং ক্ষুধার্ত পেটে বাসায় ফিরে গেলো।
শিক্ষা: যেমন কর্ম তেমন ফল