একটি হাতি ও একটি কুকুরের গল্প

এক রাজার একটি হাতি ছিলো। সেই হাতির সাথে একদিন এক কুকুরের বন্ধুত্ব হলো। তারা সারাক্ষণ একসাথে খেলাধুলা করতো। সবকিছু বেশ ভালোই চলছিলো।

কিন্তু একদিন এক কৃষক হাতির কেয়ারটেকার-কে বললো, “ভাই, আমি কুকুরটি কিনতে চাই। আমার কাছে বিক্রি করবেন?”

কেয়ারটেকার কুকুরকে বিক্রি করে দিলো। বন্ধুকে হারিয়ে বেশ ভেঙে পড়লো হাতি। দুঃখেকষ্টে সে একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিলো। এমনকি পানিও পর্যন্ত পান করছিলো না সে।

হাতির এই দুরবাবস্থা দেখে রাজা ঘোষণা করলেন, “আমার হাতির একটি কুকুর বন্ধু ছিলো। সেই কুকুরটিকে কেউ একজন নিয়ে গিয়ে আটকে রেখেছে। কুকুরটিকে যদি এখুনি ছেড়ে না দেওয়া হয় তাহলে তার শাস্তির ব্যবস্থা করা হবে।”

একথা শুনে কৃষক তৎক্ষণাৎ কুকুরটিকে ছেড়ে দিলো। কুকুর রাজপ্রাসাদে তার হাতি বন্ধুর কাছে ফিরে এলো। কুকুরকে দেখে হাতি বেশ উচ্ছ্বসিত হলো।

তারা আবার আগের মতো একসাথে খেলাধুলা করতে লাগলো।

শিক্ষা: প্রকৃত বন্ধুত্ব অনেক বড় সম্পদ