সোনালী পাখি

একদা এক রাজা ছিলো। একদিন এক সোনালী রঙের পাখি রাজার বাগানে আসলো। পাখিটি খুব পছন্দ হলো রাজার।

রাজা বললেন, “সোনালী পাখি, তুমি যেও না। তুমি আমার বাগানেই থাকো।” সোনালী পাখি রাজি হলো।

রাজা প্রতিদিন সোনালী পাখির সাথে খেলা করতেন। তাকে যত্ন করে খাওয়াতেন।

এটা দেখে বাগানের রাজহাঁসদের অনেক হিংসা হলো। তারা সোনালী পাখিকে বাগান থেকে তাড়ানোর জন্য তাকে ঠোকর মারতে লাগলো।

সোনালী পাখি ব্যথায় চিৎকার করতে লাগলো। চিৎকার শুনে রাজা দ্রুত সেখানে ছুটে আসলেন।

রাজহাঁসদের এমন আচরণের কারণে রাজা তাদের বাগান থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন। হিংসা করার কারণে এভাবেই রাজহাঁসরা ঘর হারা হলো।

শিক্ষা: হিংসা ক্ষতির কারণ