শহরের গায়কেরা

একদা এক গ্রামে একটি গাধা ও একটি কুকুর বাস করতো। তারা খুব ভালো বন্ধু ছিলো এবং দুইজনেই গান বাজনা করতে বেশ পছন্দ করতো।

একদিন তারা ভাবলো, শহরে গিয়ে এক গানের দলে যুক্ত হবে। তাই তারা শহরের উদ্দেশ্যে রওনা হলো। পথে তাদের বিড়াল ও মোরগের সাথে দেখা হলো।

মোরগ, বিড়ালও কুকুর এবং গাধার সাথে গানের দলে যুক্ত হওয়ার জন্য শহরে যেতে চাইলো। তাই তাদেরকেও সঙ্গে নিলো গাধা এবং কুকুর।

যেতে যেতে রাত হয়ে গেলো। তাদের ৪ জনের খুব খিদে পেলো। খাবারের সন্ধান করতে করতে তারা একটি বাড়ি দেখতে পেলো।

বাড়ির কাছাকাছি গিয়ে দেখলো, কয়েকজন চোর অনেক নামিদামি খাবার নিয়ে রাতের খাবার খেতে বসেছে।

একটি বুদ্ধি আটলো তারা। বাসাটির জানালার কাছে দাঁড়িয়ে কুকুরকে পিঠে নিলো গাধা এবং কুকুরের পিঠে উঠলো বিড়াল আর বিড়ালের পিঠে মোরগ।

এরপর তারা একসাথে চিৎকার করতে লাগলো। গাধা, কুকুর, বিড়াল ও মোরগের সমস্বরে চিৎকার শুনে বেশ ভয় পেলো চোর দল।

তাই খাবার ফেলে দ্রুত সেখান থেকে পালিয়ে গেলো তারা। এই সুযোগে গাধা, কুকুর, বিড়াল ও মোরগ সেই বাড়িতে ঢুকে পেট ভরে রাতের খাবার খেয়ে আবার শহরের উদ্দেশ্যে রওনা হলো।

শিক্ষা: মিলেমিশে কাজ করলে যেকোনো কাজ সহজ হয়ে যায়