একদিন বনের ভেতরে দুই শিয়াল ঘুরে বেড়াচ্ছিলো। ঘুরতে ঘুরতে তারা এক বন্য শূকরকে দাঁত ঘষে ঘষে ধারালো করতে দেখলো।
শিয়ালরা বেশ অবাক হলো। তারা বন্য শূকরকে বললো-
“আমাদের বনে তো সবাই মিলেমিশে থাকে এবং এখন কোনো শত্রুর আক্রমণও নেই। তাহলে তুমি এখন দাঁতে ধার দিচ্ছো কেনো, বন্য শূকর?”
বন্য শূকর উত্তর দিলো, “হুটহাট যদি কোনো শত্রু আক্রমণ করে তাহলে তো দাঁতে ধার দেওয়ার সময় পাবো না। তাই আগে থেকেই প্রস্তুত থাকছি।”
শিক্ষা: যেকোনো পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত