আমাদের বাংলাদেশ

কোন দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল?
কোন দেশেতে চলতে গেলে
দলতে হয় যে দুর্বা কোমল?
কোথায় ফলে সোনার ফসল
সোনার কমল ফোটে রে?
সে আমাদের বাংলাদেশ
আমাদের বাংলা রে