একটি পাখি

বহুদূরের পথ পেরিয়ে, বন পেরিয়ে
এই শহরে আসবে উড়ে
একটি পাখি ভালো।
তার দুচোখে
মায়াপুরীর ছায়া আছে
দূর পাতালের স্বপন আছে
আছে তারার আলো।