গোল করোনা গোল করোনা,
ছোটন ঘুমায় খাটে।
এই ঘুমকে কিনতে হলো,
নওয়াব বাড়ির হাটে।
সোনা নয় রূপা নয়,
দিলাম মোতির মালা।
তাই তো ছোটন ঘুমিয়ে আছে,
ঘর করে উজালা।
গোল করোনা গোল করোনা,
ছোটন ঘুমায় খাটে।
এই ঘুমকে কিনতে হলো,
নওয়াব বাড়ির হাটে।
সোনা নয় রূপা নয়,
দিলাম মোতির মালা।
তাই তো ছোটন ঘুমিয়ে আছে,
ঘর করে উজালা।