চিড়া কুটে খুকুরানি

চিড়া কুটে খুকুরানি
ছিট্‌কে উঠে ধান,
শোভা বলে ওরে খুকু,
আস্তে ঢেঁকি ভান।
মুরগিগুলো জ্বালায় বড়
আসে বারে বারে,
এবার তাদের তাড়িয়ে দেবো
সাত সমুদ্দুর পাড়ে।