টুনটুনি

বর্ষা কাটার পরেই যখন
চিড়িক চিড়িক শুনি,
বুঝতে পারি বাগানে ফের
এসেছে টুনটুনি।
ছোট্ট সে একরত্তি পাখি,
গাছগাছালির ফাঁকে
ফুড়ুত-ফুড়ুত ওড়ে সে, আর
চিড়িক-চিড়িক ডাকে।