দোয়েল

দোয়েল পাখি, দোয়েল পাখি,
মিষ্টি সুরে উঠলো ডাকি,
পেটটি সাদা পিঠটি কালো
এই পাখিটি দেখতে ভালো,
ফুল কাননে সবুজ বনে
শিস দেয় সে আপন মনে।