এই করিনু পণ,
মোরা এই করিনু পণ।
ফুলের মত গড়বো মোরা,
মোদের এ জীবন।
হাসব মোরা সহজ সুখে,
সুবাস রবে লুকিয়ে বুকে,
মোদের কাছে এলে সবার,
জুড়িয়ে যাবে মন।
এই করিনু পণ,
মোরা এই করিনু পণ।
ফুলের মত গড়বো মোরা,
মোদের এ জীবন।
হাসব মোরা সহজ সুখে,
সুবাস রবে লুকিয়ে বুকে,
মোদের কাছে এলে সবার,
জুড়িয়ে যাবে মন।