পাখি সব করে রব

পাখি সব করে রব
রাতি পোহাইল।
কাননে কুসুমকলি
সকলি ফুটিল।
রাখাল গরুর পাল
লয়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন
নিজ নিজ পাঠে।