একদা এক গ্রামে দুইটি ছাগল বাস করতো। একদিন তারা একসাথে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে দুইজন একটি গর্তে পড়ে গেলো।
অনেক চেষ্টা করেও গর্ত থেকে বের হতে পারলো না তারা। এক পর্যায়ে একটি ছাগল গর্ত থেকে বের হওয়ার আশা ছেড়ে দিলো। হতাশ হয়ে গর্তের মধ্যে বসে থাকলো সে।
কিন্তু আরেকটি ছাগল হাল ছাড়লো না। সে গর্ত থেকে বের হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলো। সেইসাথে “ব্যা!” “ব্যা!!” বলে চিৎকার করতে থাকলো।
একটি লোক গর্তের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে ছাগলটির চিৎকার শুনতে পেলো এবং গর্তের ভেতর থেকে ছাগল দুইটিকে উদ্ধার করলো।
শিক্ষা: একবার না পারিলে দেখো শতবার