একদা এক গাছে এক চড়ুই দম্পতি বাসা বানালো। সেই বাসায় ডিম পাড়লো স্ত্রী চড়ুই।
একদিন একটি হাতি সেই গাছ থেকে পাতা খেতে গিয়ে বাসাটি ভেঙে দিলো। সেইসাথে চড়ুই পাখির ডিমগুলোও ভেঙে গেলো। ভীষণ কষ্ট পেলো চড়ুই দম্পতি।
হাতিকে শিক্ষা দেওয়ার জন্য তারা তাদের বন্ধু মাছি, ব্যাঙ ও কাক দম্পতির কাছে গেলো এবং সাহায্য চাইলো।
বন্ধুর বিপদে এগিয়ে আসলো মাছি, ব্যাঙ ও কাক দম্পতি। হাতিকে শিক্ষা দেওয়ার জন্য মাছি হাতির কানের ভেতরে গিয়ে ভনভন করতে লাগলো।
এই সুযোগে কাক দম্পতি হাতির দুই চোখে ঠোকর মারতে মারতে চোখ দুইটি প্রায় অন্ধই করে দিলো।
চোখে পানি দেওয়ার জন্য পুকুরের খোঁজে হাঁটতে লাগলো হাতি এমন সময় একটি গর্তের পাশে বসে ডেকে উঠলো ব্যাঙ। ব্যাঙের ডাক শুনে হাতি ভাবলো, আশেপাশেই পুকুর আছে।
ব্যাঙের ডাক অনুসরণ করে এগিয়ে যেতে যেতে গর্তের ভেতর পড়ে গেলো সে। এভাবেই চড়ুই দম্পতির ক্ষতি করার শাস্তি পেলো হাতি।
শিক্ষা: খারাপ কাজের ফল খারাপ হয়