একদা এক গ্রামে ৩ দিনের জন্য হাতি ও বানরের সার্কাস আয়োজন করা হলো। গ্রামের একটি ছেলে সবার সাথে সার্কার দেখতে আসলো।
সার্কাস শেষে ছেলেটি দেখলো, একটি চিকন দড়ি দিয়ে রিং মাস্টার হাতি ও বানরকে বেঁধে রাখছে।
ছেলেটি বেশ অবাক হলো এবং রিং মাস্টারকে জিজ্ঞেস করলো, “এত চিকন দড়ি দিয়ে ওদের বেঁধে রাখছেন, ওরা পালিয়ে যাবে না!?”
রিং মাস্টার উত্তর দিলো, “না। হাতি ও বানর যখন ছোট ছিলো তখন থেকেই তাদের শেখানো হয়েছে, তারা এই দড়ি ছেঁড়ার মতো শক্তিশালী নয়। তাই তারা বড় হওয়ার পরেও এই দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করে না।”
পরেরদিন ছেলেটি আবার সার্কাস দেখতে আসলো এবং রিং মাস্টারের অগোচরে হাতি ও বানরকে শেখালো যে, তারা এই দড়ি ছিঁড়ে পালানোর জন্য যথেষ্ট শক্তিশালী।
নিজেদের সক্ষমতা জানার পর হাতি ও বানর নিজে নিজে দড়ি ছিঁড়ে মুক্ত হলো এবং জঙ্গলে পালিয়ে গেলো। সেখানে তারা সুখেশান্তিতে বাস করতে লাগলো।
শিক্ষা: নিজের ইচ্ছা ও সক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করবে না