একদা এক ছেলে একটি জাদুকরের সাথে কাজ করতো। কিন্তু জাদুকর তাকে কোনো বেতন দিতো না।
বেতনের পরিবর্তে জাদুকর ছেলেটিকে একটি জাদুর টেবিল উপহার দিয়েছিলো। একদিন ছেলেটির বাসায় ফিরতে অনেক রাত হলো।
ফেরার পথে কোথাও খাবার খুঁজে পেলো না সে। বাসার পাশের একটি খাবার হোটেলই তার শেষ ভরসা ছিলো কেননা খাবার হোটেলটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে।
কিন্তু সেই খাবার হোটেলেও খাবার শেষ। তাই বাসায় এসে ছেলেটি তার জাদুর টেবিলের কাছে খাবার চাইলো।
জাদুর টেবিল তাকে নানা ধরনের খাবার পরিবেশন করলো। পেট ভরে খেলো ছেলেটি।
ছেলেটির বাসার পাশের খাবার হোটেলের মালিক হোটেল বন্ধ করে বাসায় ফেরার পথে এই দৃশ্য দেখে ফেললো।
সেই রাতেই হোটেলের মালিক চুপি চুপি জাদুর টেবিলটি চুরি করে নিয়ে গেলো। সেইসাথে একই রকম দেখতে একটি টেবিল ছেলেটির বাসায় রেখে দিলো।
পরেরদিন সকালে খাবার হোটেলের মালিক সেই টেবিলকে বললো, “জাদুর টেবিল, আমাকে সকালের নাস্তা পরিবেশন করো।”
কিন্তু জাদুর টেবিল কোনোই খাবার পরিবেশন করলো না। লোকটি বুঝতে পারলো, সে অনেক বড় ভুল করেছে। জাদুর টেবিল শুধু ছেলেটিকেই খাবার পরিবেশন করে।
শিক্ষা: কখনো স্বার্থপর হবেনা