একদিন এক আরব বণিক তার উটের পিঠে চড়ে মরুভূমি দিয়ে যাচ্ছিলো। যেতে যেতে রাত হয়ে গেলো।
তাই সে মরুভূমিতে একটি তাবু তৈরি করলো। উটকে তাবুর বাহিরে আটকে রেখে আরব বণিক তাবুর ভেতরে ঘুমিয়ে পড়লো।
রাত যখন গভীর হলো তখন উট তাকে ডেকে বললো-
“মালিক, বাহিরে অনেক ঠান্ডা। আমাকে যদি তাবুর ভেতরে একটু মাথা ঢুকাতে দিতেন, তাহলে আমার ঠান্ডা অনেকটা নিবারণ হতো।”
আরব বণিক উটকে তাবুর ভেতরে মাথা ঢুকাতে দিলো। তবুও উটের ঠান্ডা নিবারণ হলো না। ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে লাগলো সে।
আরব বণিক উটকে বললো, “তুমিও আমার সাথে তাবুর ভেতরে ঘুমাও। তাহলে তোমার আর ঠান্ডা লাগবে না।”
উট বললো, “মালিক, তাবুর ভেতরে আমার জায়গা হবেনা। তাবুটা অনেক ছোট।” আরব বণিক তাবুটা আরেকটু বড় করে মেললো।
এরপর তারা দুইজন তাবুর ভেতর আরাম করে ঘুমালো।
শিক্ষা: অন্যের বিপদে সাহায্য করা উচিত