তিনটি ইচ্ছেপূরণ

একদিন এক কাঠুরে বনে কাঠ কাটতে গেলো। কাঠ সংগ্রহ করার জন্য সে একটি গাছ কাটতেই যাচ্ছিলো এমন সময় একটি কান্না জড়ানো কণ্ঠ শুনতে পেলো।

“দয়া করে গাছটি কেটো না। বিনিময়ে আমি তোমার ৩টি ইচ্ছেপূরণ করবো।”, কাঁদতে কাঁদতে একটি পরী বললো।

কাঠুরে গাছটি না কেটে বাসায় ফিরে গেলো। বাসায় গিয়ে সে তার স্ত্রীকে সব ঘটনা বললো। স্ত্রী বললো, “গাছটি না কেটে ঠিক কাজটাই করেছো। আসো, এখন খেয়ে নাও।”

খেতে বসে কাঠুরে দেখলো, তার স্ত্রী পায়েস রান্না করেছে। তাই সে মনের অজান্তেই বলে উঠলো, “ইশ… পায়েসের সাথে যদি গরম গরম পরোটা থাকতো; কী যে ভালো হতো!!”

মুহূর্তেই থালা ভর্তি পরোটা তার সামনে চলে আসলো। খুব খুশি হলো কাঠুরে কিন্তু তার স্ত্রী ভীষণ বিরক্ত হলো।

বললো, “যা তা চেয়ে ইচ্ছেগুলো নষ্ট করো না। চিন্তাভাবনা করে চাইতে হবে যেনো আমাদের উন্নতি হয়।”

স্ত্রীর অযাচিত জ্ঞানে বেশ বিরক্ত হলো কাঠুরে। তাই সে বললো, “একটি পরোটা আমার স্ত্রীর নাকে ঝুলে থাকলে ঠিক হতো।”

সাথে সাথে একটি পরোটা তার স্ত্রীর নাকে ঝুলে গেলো। রাগে গজগজ করতে থাকলো কাঠুরের স্ত্রী।

কাঠুরে এবার বললো, “পরোটাই যত ঝামেলার মূল। আমি একটিও পরোটা চাই না। পরোটাগুলো এখান থেকে চলে যাক।” পরোটাগুলো গায়েব হয়ে গেলো।

এভাবেই কাঠুরের ৩টি ইচ্ছে শেষ হয়ে গেলো।

শিক্ষা: ভেবেচিন্তে কথা বলা উচিত