ড্যান্সিং কেটলি

একদিন এক গরীব লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো। পথে সে দেখলো, এক বামন একটি গর্তে পড়ে গেছে। হাজার চেষ্টা করেও বামন সেখান থেকে উঠতে পারছে না।

লোকটি বামনকে গর্ত থেকে উদ্ধার করলো। বামন বেশ খুশি হলো। সে লোকটিকে বললো, “আমাকে কেটলি হিসেবে গ্রহণ করো। তোমার অনেক উপকার হবে।”

একথা বলেই বামন একটি কেটলিতে রূপান্তরিত হয়ে গেলো। বামনকে খুবই মনোমুগ্ধকর একটি কেটলিতে রূপান্তর হতে দেখে বেশ অবাক হলো লোকটি।

কেটলিটি সে বাসায় নিয়ে গেলো। বাসায় গিয়ে খেয়াল করলো, মানুষের মতো কেটলিটির একটি মাথা ও দুই হাতপা আছে।

কেটলি লোকটিকে বললো, “আমাকে বাজারে নিয়ে চলো। এতে তোমার অনেক উপকার হবে।” লোকটি পরেরদিন কেটলিটি বাজারে নিয়ে গেলো।

কেটলি নাচ করে সবাইকে অনেক বিনোদন দিলো। কেটলির নাচে সকলে মুগ্ধ হলো এবং গরীব লোকটিকে অনেক টাকা দিলো।

বাজারের লোকেরা কেটলিকে এতই পছন্দ করলো যে, তারা গরীব লোকটিকে বললো, “প্রতি হাট বারে কেটলিটি বাজারে নিয়ে এসে আমাদের বিনোদিত করো।”

গরীব লোকটি প্রতি হাটের দিন কেটলিটি বাজারে নিয়ে যেতো এবং কেটলির নাচ দেখাতো। সেখান থেকে গরীব লোকটি টাকা উপার্জন করতে লাগলো।

এভাবে গরীব লোকটি স্বচ্ছল জীবনযাপন করতে শুরু করলো।

শিক্ষা: অন্যের প্রতি দয়া দেখালে তার পুরস্কার পাওয়া যায়