রাজা মোহনলাল ও সোনালী ঈগল

একদা মোহনলাল নামের এক রাজা ছিলেন। যুদ্ধের ময়দানে তিনি বিচক্ষণ ও দুর্ধর্ষ হলেও ব্যক্তি জীবনে মোহনলাল বেশ দয়ালু ছিলেন।

একদিন মোহনলাল তার ছাদে পায়চারি করছিলেন। হঠাৎ এক সোনালী রঙের ঈগল তার পায়ের কাছে এসে বসলো।

মোহনলাল বললেন, “কী চাও তুমি, সোনালী ঈগল?”

ঈগল বললো, “মহারাজ, গত বছর আপনি আমার পরিবারকে একটি শিকারির হাত থেকে রক্ষা করেছিলেন। তাই আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি।”

ঈগল আরো বললো, “বলুন মহারাজ, আপনি কী চান? আপনি যা চাইবেন আমি আপনাকে তা-ই দিবো।”

মোহনলাল বললেন, “আমি পুরো পৃথিবী ঘুরতে চাই।” ঈগল বললো, “যথা আজ্ঞা, মহারাজ। আপনি আমার পিঠে বসুন, আমি আপনাকে পুরো পৃথিবী ভ্রমণ করাচ্ছি।”

মোহনলাল সোনালী ঈগলের পিঠে বসলো এবং ঈগল তাকে নিয়ে পুরো পৃথিবী ভ্রমণে বের হলো।

শিক্ষা: পরোপকার করলে পুরস্কার পাওয়া যায়