একদা লিও নামের এক রাজা ছিলেন। রাজা লিও ঘোড়ার গাড়ি একদমই পছন্দ করতেন না।
তাই আস্তাবল ভর্তি ঘোড়া থাকা সত্ত্বেও তিনি ঘোড়ার গাড়িতে যাতায়াত না করে পায়ে হেঁটে সব জায়গায় যাতায়াত করতেন। এতে বেশ কষ্ট হতো তাঁর।
মন্ত্রী রাজা লিও-এর এই কষ্ট দেখতে পারছিলো না। তাই একদিন সে এক জাদুকরকে রাজপ্রাসাদে নিয়ে আসলো।
মন্ত্রী জাদুকরকে বললো, “এমন একটি যানবাহন বানিয়ে দিন যেইটি ঘোড়ার সাহায্য ছাড়া চালানো যায়।”
জাদুকর জাদুর মাধ্যমে একটি সাইকেল বানিয়ে দিলো। সাইকেল চালাতে গিয়ে রাজা লিও পড়ে গেলেন এবং ব্যথা পেলেন।
অতঃপর জাদুকর সাইকেলটিকে একটি গাড়িতে রূপান্তর করলো এবং রাজা লিও-কে বললো, “মহারাজ, এইবার আপনার যাতায়াত করতে আর কোনো অসুবিধা হবেনা।”
লিও খুব খুশি হলো এবং মনের সুখে গাড়িতে করে এখানে ওখানে যাতায়াত করতে লাগলো।
শিক্ষা: ইচ্ছা থাকলে উপায় হয়