একদিন দুই বন্ধু, রাজু ও জনি ভ্রমণে বের হলো। এক গ্রাম থেকে আরেক গ্রাম, গ্রাম থেকে শহর এভাবে নানান জায়গায় ঘুরতে থাকলো তারা।
একদিন অনেক হাঁটাহাঁটির পর রাজু ও জনি বেশ ক্লান্ত হয়ে পড়লো। তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি বড় গাছের নিচে বসলো।
গাছের ছায়ায় বসে জনি ও রাজু খাবার খেলো। এরপর দুই বন্ধু গাছের নিচে শুয়ে শুয়ে বিশ্রাম করতে লাগলো।
গাছের নিচে শুয়ে রাজু দেখলো, গাছটি সাদামাটা। অর্থাৎ এটি কোনো ফল বা ফুল গাছ নয়। বেশ হতাশ হলো রাজু।
সে বললো, “জনি দেখো, এই গাছে ফুল, ফল কিছুই নেই। গাছটি একদম সাদামাটা আর অকেজো।”
একথা শুনে জনি রাজুকে বললো, “হ্যাঁ, এই গাছে ফল, ফুল নেই ঠিকই কিন্তু দেখো গাছের কাণ্ডগুলো কত মোটা। যার ফলে গাছটি থেকে আমরা পর্যাপ্ত ছায়া পাচ্ছি এবং আরাম করে গাছের নিচে শুয়ে থাকতে পারছি।”
রাজু বললো, “ঠিক বলেছো, বন্ধু। আসলে আমাদের আশেপাশের সবকিছুই কোনো না কোনোভাবে উপকারী।”
শিক্ষা: সবাই কোনো না কোনোভাবে আমার উপকারে আসতে পারে