এক ক্লাসে ৪ বন্ধু ছিলো। নিলয়, রাহাত, সোহেল ও পরাগ। শিক্ষক একদিন ক্লাসে এসে তাদের নাম ধরে ডাকলেন এবং দাঁড়াতে বললেন।
তারা ৪ জন নিজ নিজ জায়গা থেকে উঠে দাঁড়ালো। শিক্ষক বললেন, “রাহাত তুমি এইবার নোটবুক সাবমিশনের ইনচার্জ হবে আর নিলয় তুমি পুরো ব্যাপারটা মনিটর করবে।”
শিক্ষক সোহেল ও পরাগের উদ্দেশ্যে বললেন, “রাহাত-নিলয়ের কাজ শেষ হলে তোমাদের কাজ দিবো। আপাতত তোমাদের কোনো কাজ নেই। সবাই বসে পড়ো।”
শিক্ষকের কথা শেষ না হতেই ক্লাসের কিছু দুষ্ট শিক্ষার্থী হো হো করে হেসে উঠলো। শিক্ষক তাদের হাসির কারণ জানতে চাইলেন।
দুষ্টদের মধ্যে একজন উত্তর দিলো, “স্যার, সোহেল ও পরাগকে অকারণেই দাঁড় করানো হয়েছিলো তাই তাদের নিয়ে উপহাস করছি।”
শিক্ষক বললেন, “আমি ভাগ ভাগ করে পুরো ক্লাসকেই কাজ দিবো। আজ নিলয় আর রাহাতের সাথে সোহেল-পরাগকে দাঁড় করালাম কারণ নিলয়-রাহাতের পরে আমি ওদেরকে কাজ দিবো। এরপরে আরো দুইজনকে কাজ দিবো।”
শিক্ষক আরো বললেন, “কিন্তু তোমরা যারা সোহেল-পরাগকে নিয়ে হাসাহাসি করেছো তাদেরকে আমি ক্লাসরুম বিহেভিয়ার-এ শূন্য দিবো। ফলে তোমরা সেখানে কোনো মার্কই পাবে না।”
দুষ্ট শিক্ষার্থীরা নিজেদের ভুল বুঝতে পারলো। সেইদিনের পর তারা আর কখনো কাউকে নিয়ে হাসাহাসি করেনি।
শিক্ষা: অন্যকে নিয়ে হাসাহাসি করা উচিত নয়