এক গ্রামে এক বৃদ্ধ বাবা বাস করতেন। তার দুই মেয়ে ছিলো। দুই জনেরই বিয়ে হয়ে গেছিলো।
একদিন বৃদ্ধ বাবা তার মেয়েদের সাথে দেখা করতে তাদের বাসায় গেলেন। প্রথমে বড় মেয়ের বাসায় গেলেন।
বড় মেয়ে তাকে বললো, “বাবা, দোয়া করোতো যেনো দ্রুত বৃষ্টি নামে। নাহলে আমার সব ফসল নষ্ট হয়ে যাবে।”
বাবা বললেন, “ঠিক আছে, মা।” এবারে বাবা তার ছোট মেয়ের সাথে দেখা করতে গেলেন।
ছোট মেয়ে বাবাকে বললো, “বাবা, আমার মাটির হাঁড়িগুলো শুকানোর জন্য প্রচুর তাপ প্রয়োজন। দোয়া করো যেনো এখন বৃষ্টি না হয়।”
বাবা ভারী বিপদে পড়লেন। দুই মেয়ের দুই রকম চাওয়া, কার জন্য দোয়া করবেন তিনি!!
অনেক ভেবেচিন্তে তিনি তার ছোট মেয়েকে বললেন-
“মা, তোর মাটির হাঁড়িগুলো চুলার পাশে রাখ। তাহলে রোদের তাপ না পেলেও সেগুলো দ্রুত শুকিয়ে যাবে।”
বাবা আরো বললেন, “আর দোয়া কর যেনো দ্রুত বৃষ্টি নামে। নাহলে তোর বোনের সব ফসল নষ্ট হয়ে যাবে।”
ছোট মেয়েটি বললো, “ঠিক আছে, বাবা। আমি তা-ই করবো।”
এভাবে বাবার সিদ্ধান্তে দুই বোনই উপকৃত হলো।
শিক্ষা: বুদ্ধি খাটিয়ে সকল সমস্যার সমাধান বের করা সম্ভব