একদা এক গ্রামে এক দম্পতি বসবাস করত। জনি ও রিয়া। তারা একে অপরকে অনেক ভালবাসত।
বৃদ্ধ হলেই তারা একদিন মারা যাবে এবং মৃত্যু তাদেরকে একে অপরের থেকে আলাদা করে দিবে বলে জনি ও রিয়া কখনোই বৃদ্ধ হতে চাইত না।
ফলে চিরযৌবন থাকার উপায় খুঁজতে লাগলো তারা। একদিন জনি একটি ঝরনার সন্ধান পেলো। তারুণ্যের ঝরনা।
সেই ঝরনার পানি এক ঢোক পান করলে কেউ কখনো বয়স্ক হবেনা। জনি তারুণ্যের ঝরনার পানি এক ঢোক পান করলো এবং তার বয়স ২০ বছর কমে গেলো।
দৌড়ে রিয়ার কাছে গেলো জনি। রিয়াকে তারুণ্যের ঝরনার পানি খাওয়ার পরামর্শ দিলো সে। এক মুহূর্তও দেরি না করে ঝরনার পানি খেতে গেলো রিয়া।
অনেকক্ষণ হয়ে গেলো তবুও রিয়া ফিরলো না। তাই জনি তাকে খুঁজতে তারুণ্যের ঝরনার ধারে গেলো।
ঝরনার ধারে শুয়ে ছিল রিয়া। সে একটি ছোট বাচ্চায় পরিণত হয়ে গেছে। জনির আর বুঝতে বাকি রইলো না, লোভে পড়ে রিয়া কয়েক ঢোক পানি খেয়ে ফেলেছে।
শিক্ষা: লোভ কখনোই আনন্দ বয়ে আনে না