বুদ্ধিমান কৃষক

একদা এক গ্রামে দুই কৃষক ভাই বাস করত। একদিন দুই ভাই ক্ষেতে কাজ করছিল এমন সময় ছোট ভাই জমিদারের মেয়েকে দেখতে পেলো।

জমিদারেরে মেয়েকে খুব পছন্দ হলো ছোট ভাইয়ের। সে বড় ভাইকে বললো, “ভাইয়া, আমি জমিদারের মেয়েকে বিয়ে করতে চাই।”

ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই একটু দুশ্চিন্তায় পড়ে গেলো। কিছুক্ষণ পরে সে বললো, “আমি যা যা বলবো, তাই করতে হবে। তাহলে জমিদারের মেয়ের সাথে তোর বিয়ে হবে।”

ছোট ভাই বললো, “ঠিক আছে।”

জমিদারের মেয়ের সাথে ছোট ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য কৃষক প্রথমে বাসার চাল মেরামত করলো। এরপর সে ছোট ভাইকে একটি প্যাচওয়ার্ক পোশাক বানিয়ে দিলো।

সেইসাথে ছোট ভাইকে একটি কয়েন দিয়ে বললো, “এটি সবসময় এক হাত থেকে অন্য হাতে পারাপার করতে থাকবি।”

এবারে জমিদারের মেয়ের জন্য ছোট ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে বুদ্ধিমান কৃষক জমিদারের কাছে গেলো।

মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পেয়ে জমিদার জিজ্ঞেস করলো, “আমি কেনো আমার মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে দিবো?”

বড় ভাই বললো, “আমার ভাইয়ের হাত কখনোই ফাঁকা থাকে না। তার হাতে সবসময় টাকা থাকে। তার নানান কাপড়ের পোশাক আছে। শুধু তাই-ই নয়, ছেলের মাথার উপর মজবুত ছাদও আছে।”

জমিদার বেশ খুশি হলো এবং তার মেয়ের সাথে কৃষক ছোট ভাইয়ের বিয়ে দিতে রাজি হলো।

এভাবেই একটিও মিথ্যা কথা না বলে ছোট ভাইয়ের সাথে জমিদারের মেয়ের বিয়ে দিলো বুদ্ধিমান কৃষক বড় ভাই।

শিক্ষা: সম্পদশালী হওয়ার চেয়ে বুদ্ধিমান হওয়া ভালো