স্নো হোয়াইট ও রোজ রেড

একদা এক জঙ্গলে স্নো হোয়াইট ও রোজ রেড নামের দুই বোন বাস করতো। হঠাৎ এক শীতের রাতে একটি কালো ভাল্লুক তাদের বাসার দরজা নক করলো।

দরজা খুলে বেশ ভয় পেলো স্নো হোয়াইট ও রোজ রেড। কালো ভাল্লুক তাদের অভয় দিলো। শীতে কাঁপতে কাঁপতে কালো ভাল্লুক বললো-

“আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। বাহিরে প্রচণ্ড ঠান্ডা। দয়া করে, আমাকে রাতে এখানে থাকতে দাও।”

কালো ভাল্লুকের প্রতি দুই বোনের খুব মায়া হলো। তারা তাকে ফায়ার প্লেসের পাশে থাকতে দিলো। ফায়ার প্লেসের উষ্ণতায় দ্রুতই ঘুমিয়ে গেলো কালো ভাল্লুক।

পরদিন সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতেই স্নো হোয়াইট ও রোজ রেড এতগুলো সোনার গয়না দেখতে পেলো।

তারা গয়নাগুলো ধরতে যাবে এমন সময় গয়নার ভেতর থেকে একটি বামন বেরিয়ে আসলো এবং স্নো হোয়াইট ও রোজ রেডের উপর আক্রমণ করলো।

ভয়ে চিৎকার করে উঠলো তারা। চিৎকার শুনে কালো ভাল্লুক দ্রুত সেখানে দৌড়ে গেলো। বামনের হাত থেকে রক্ষা করলো স্নো হোয়াইট ও রোজ রেডকে।

বামন প্রতিহত হওয়া মাত্রই কালো ভাল্লুক একটি সুদর্শন রাজপুত্রে পরিণত হলো। অবাক হলো দুই বোন।

রাজপুত্র তাদের বললো, “এই দুষ্ট বামনই জাদুর মাধ্যমে আমাকে ভাল্লুক বানিয়েছিলো। আজ তোমাদের কারণে তাকে প্রতিহত করে আমি আবার রাজপুত্র রূপে ফিরে আসতে পেরেছি। তোমাদের অনেক ধন্যবাদ স্নো হোয়াইট ও রোজ রেড।”

রাজপুত্র আরো বললো, “আমি তোমাদের আর জঙ্গলে থাকতে দিতে চাই না। এখানে অনেক বিপদ। আমি তোমাদের রাজপ্রাসাদে নিয়ে যাবো।”

বেশ খুশি হলো স্নো হোয়াইট ও রোজ রেড। তারাও রাজপুত্রকে ধন্যবাদ জানালো। 

রাজপ্রাসাদে তারা ৩ জন সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।

শিক্ষা: ভালো কাজ করলে ভালো পুরস্কার পাওয়া যায়