জন ও তার জাদুকরী গাধা

একদা এক গ্রামে জন নামের অল্প বয়সী এক ছেলে বাস করতো। জনের একটি মিল ও একটি জাদুকরী গাধা ছিলো।

একদিন জন তার গাধাকে নিয়ে ভ্রমণে বের হলো। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় সে একটি হোটেলে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলো।

হোটেলটি অনেক ব্যয়বহুল ছিলো কিন্তু আশেপাশে কোনো হোটেল না থাকায় জন সেখানে থাকতে বাধ্য হলো।

বিল পরিশোধ করতে গিয়ে জন দেখলো তার কাছে এত টাকা নাই। তাই সে হোটেল মালিককে বললো, “আমি একটু আসছি।”

টাকা না দিয়ে জন কোথায় গেলো তা দেখার জন্য হোটেলের মালিক জনের পিছু নিলো।

হোটেল মালিক দেখলো, জন তার গাধার কাছে গিয়ে চাইলো এবং গাধাটি তৎক্ষণাৎ মুখ থেকে টাকা বের করে দিলো।

হোটেল মালিকের লোভ হলো। সে চুপ করে নিজের গাধার সাথে জনের গাধা অদলবদল করে দিলো।

কিন্তু এ কী কান্ড! জনের গাধার কাছে যত টাকা চাওয়া হতো, জনের গাধা শুধু তত টাকাই দিতো।

কিন্তু হোটেল মালিকের গাধার কাছে টাকা চাওয়া মাত্রই সে জনকে এক ব্যাগ টাকা দিয়ে দিলো। হোটেল মালিক বুঝতে পারলো, লোভ করা মোটেও উচিত হয়নি তার।

সে যদি লোভ করে তার ঘোড়া অদলবদল না করতো তাহলে এই টাকাগুলো আজ সে পেতো।

শিক্ষা: লোভ করলে নিজের ক্ষতি হয়