অনেক বছর আগে হ্যান্স নামের এক দয়ালু দৈত্য ছিলো। সে এক দুঃখী কৃষককে তার কাজে সাহায্য করতো।
একদিন হঠাৎ হ্যান্সের লোভ হলো। সে কৃষকের কাছে তার কর্মের প্রতিদান চাইলো।
বুদ্ধিমান কৃষক তাকে একটি কুয়া দেখিয়ে বললো, “আগে তুমি ঐ কুয়াটার গভীরে যাও। তারপর আমি তোমাকে সাহায্য করবো।”
হ্যান্স কুয়ার ভেতরে যাওয়ার পর কৃষকের স্ত্রী তার উপর পাথর নিক্ষেপ করতে লাগলো যেনো সে আর উপরে উঠে আসতে না পারে।
কিন্তু বিপত্তি ঘটলো অন্যখানে। কুয়ার ভেতরে ছিলো এক দানব। কৃষকের স্ত্রীর ছোঁড়া পাথরে সেই দানবের মাথা ফেটে গেলো।
দানব হ্যান্সকে নিয়ে উপরে উঠে আসলো। কৃষক ও কৃষকের স্ত্রী তাদের দেখে বেশ ভয় পেলো। দানব ও হ্যান্সের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো কৃষক দম্পতি।
দানব ও হ্যান্স তাদেরকে মাফ করে দিলো। তারা ৪ জন বেশ ভালো বন্ধু হয়ে গেলো এবং মিলেমিশে বসবাস করতে লাগলো।
শিক্ষা: লোভের চেয়ে পরোপকার উত্তম