একদা এক জঙ্গলে অনেকগুলো বটগাছ ছিলো। গাছগুলোর মধ্যে একটি মাত্র গাছ নুয়ে পড়েছিলো। বাকিগুলো বেশ লম্বা ও বড় ছিলো।
নুয়ে পড়া গাছকে নিয়ে বাকি গাছগুলো হাসাহাসি করতো, মজা করতো। খুব মন খারাপ হতো নুয়ে পড়া গাছের। কান্নাকাটি করতো সে।
আল্লাহকে বলতো, “আল্লাহ, আমি দেখতেও সবার মতো স্বাভাবিক না; আবার কাউকে ছায়া বা ফলও দিতে পারিনা। তুমি আমার জীবনটা এমন অর্থহীন কেনো করেছো!?”
এভাবেই নুয়ে পড়া গাছের দিন কেটে যাচ্ছিলো। একদিন এক কাঠুরে সেই জঙ্গলে কাঠ কাটতে আসলো।
প্রথমেই নুয়ে পড়া গাছটি চোখে পড়লো তার। সে ভাবলো, নুয়ে পড়া গাছ কাটলে কাঠ কম পাওয়া যাবে আবার এই গাছে পাতাও বেশি নেই তাই গাছটি কেটে কোনো লাভ নেই।
কাঠুরে নুয়ে পড়া গাছ বাদে বাকি সব বটগাছ কেটে ফেললো। নুয়ে পড়া গাছ বুঝতে পারলো, অন্যদের চেয়ে ব্যতিক্রম হওয়াটা তার জন্য অনেক বড় আশীর্বাদ ছিলো।
অন্যদের চেয়ে ভিন্ন হওয়ায় আজ প্রাণে বেঁচে গেলো সে। আল্লাহ নুয়ে পড়া বটগাছকে অন্যদের চেয়ে আলাদাভাবে তৈরি করেছেন বলে সে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলো।
শিক্ষা: আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত