সুন্দর দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা

একদা সুমি নামের একটি মেয়ে ছিলো। সে সবসময় মন খারাপ করে থাকত। কোনো কিছুই তার ভালো লাগত না।

তাই অসুখ বিসুখও সুমির পিছু ছাড়ত না। সবসময় তার কোনো না কোনো অসুখ লেগেই থাকত।

সবাই তাকে বলত, “তোমার দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। সবসময় হাসিখুশি থাকা উচিত। তাহলেই তুমি সুস্থ থাকবে।”

কিন্তু সুমি কারো কথাই শুনত না। একদিন সে তার বান্ধবীর বাসায় বেড়াতে গেলো। দেখলো, তার বান্ধবীর পরিবার অস্বচ্ছল কিন্তু সেখানে সবাই অনেক সুখী।

সুমির বান্ধবীর বাসায় সবাই মিলেমিশে থাকে। একসাথে গল্প করে। অস্বচ্ছলতা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

সবকিছুতেই তারা ইতিবাচক কিছু খুঁজে নেয়। দুঃখ ও অসুখ যেনো তাদের স্পশই করতে পারেনা।

সুমি বুঝতে পারলো সকলে তাকে যা বলত, একদম ঠিক বলত। দৃষ্টিভঙ্গি সুন্দর হলে জীবন অনেক সহজ ও উপভোগ্য হয়।

তাই সেইদিনের পর থেকে সুমি আর মন খারাপ করে থাকত না। সবসময় হাসিখুশি থাকত। ধীরে ধীরে অসুখ বিসুখও তার পিছু ছেড়ে দিলো।

শিক্ষা: দৃষ্টিভঙ্গি সুন্দর করলে জীবন সুন্দর হয়