একদিন এক জ্যোতির্বিজ্ঞানী আকাশের তারা গণনা করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে রাস্তায় থাকা একটি গর্তে পড়ে যান তিনি।
অনেক চেষ্টার পরেও গর্তের ভেতর থেকে একা একা উঠতে পারছিলেন না জ্যোতির্বিজ্ঞানী। তাই তিনি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন।
এমন সময় রাস্তা দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিলো। সে জ্যোতির্বিজ্ঞানীকে গর্ত থেকে উঠে আসতে সাহায্য করলো।
জ্যোতির্বিজ্ঞানী উপরে উঠে এসে লোকটিকে ধন্যবাদ জানালেন।
লোকটি জ্যোতির্বিজ্ঞানীকে বললো, “মশাই, রাস্তায় থাকা এত বড় গর্তই আপনি দেখতে পাচ্ছেন না, আকাশের ঐ ছোট ছোট তারাগুলো কীভাবে দেখবেন!!”
জ্যোতির্বিজ্ঞানী বুঝতে পারলেন আকাশের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটা মোটেও ঠিক হয়নি তার।
তাই তিনি লোকটিকে বললেন, “আমার ভুল হয়েছে। আমি আর কখনো অসচেতনভাবে রাস্তায় হাঁটবো না।”
শিক্ষা: যেকোনো কাজ মনোযোগ দিয়ে করা উচিত

 
 
 
