একদা বনি নামের একটি ছোট ছেলে ছিলো। সে খুব অলস ছিল। কোনো কাজ সময়মত করতো না।
বনিকে কোনো কাজ দেওয়া হলেই সে অজুহাত দেখাতো। একদিন বনির বাবা-মা তাকে স্কুলে ভর্তি করলো। দেখতে দেখতে তার পরীক্ষাও চলে আসলো।
পরীক্ষার জন্য সে কোনোই প্রস্তুতি নিলো না। বনি ভাবলো বন্ধুদের দেখে লিখে সে পরীক্ষায় পাস করতে পারবে।
কিন্তু পরীক্ষায় শিক্ষকরা তাকে একা একটি বেঞ্চে বসালো। তার আশেপাশে কেউই ছিলো না। তাই সে কারো দেখে লেখার সুযোগও পেলো না।
পড়ালেখা না করার কারণে খাতায় কিছুই লিখতে পারলো না বনি। বনির দুর্দশা দেখে শিক্ষকরা তাকে বললো, “পরবর্তীতে ভালো করে পড়ে পরীক্ষা দিতে আসবে, কেমন?”
মাথা নাড়িয়ে সম্মতি জানালো বনি। এরপর থেকে সে আর কখনো কোনো কাজে অজুহাত হাত দেখায়নি। সব কাজ বনি সময়মত করতো।
শিক্ষা: সফলতা পেতে হলে পরিশ্রম করতেই হবে