বহুকাল আগে এক রাজ্যে এক শিকারী রাজা ছিলেন। তিনি পশু শিকার করতে খুব পছন্দ করতেন। একদিন রাজা ঈগল শিকারে গেলেন।
একটি ঈগলের পাখায় তির মেরে তাকে কুপোকাত করলেন রাজা মশাই। ঈগলটি মাটিতে আছড়ে পড়লো।
রাজা ঈগলটির বুকে তির মারতে যাচ্ছিলেন এমন সময় সে বলে উঠলো, “মহারাজ, দয়া করে আমাকে মারবেন না। আমাকে তিন বছর আপনার সাথে রাখুন। আপনার অনেক উপকার হবে।”
রাজা ঈগলটিকে সাথে নিয়ে গেলেন। অল্প কিছুদিনের মধ্যে ঈগলটি রাজ্যের সব ছাগল ও বাছুর খেয়ে ফেললো।
এভাবে ধীরে ধীরে রাজ্যের সব মজুদ খাবার খেয়ে শেষ করে ফেললো সে। রাজ্যে মন্দা দেখা দিলো। কিন্তু রাজা বিচলিত হলেন না। ঈগলটিকেও তাড়ালেন না।
ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিলেন তিনি। দেখতে দেখতে তিন বছর কেটে গেলো। একদিন ঈগল রাজাকে বললো, “মহারাজ, আমার পিঠে বসুন।”
রাজা মশাই ঈগলের পিঠে বসলেন। প্রথমে তাঁর একটু ভয় লাগলেও পরক্ষণেই নিজেকে সামলে নিলেন তিনি। পুরো পৃথিবী ঘুরিয়ে ঈগল রাজাকে তাঁর রাজ্যে ফিরিয়ে আনলো।
“মহারাজ, এই তিন বছর আপনি আমাকে আপনার সাথে রেখে নিজের কথা রেখেছেন, ধৈর্য ধারণ করেছেন এবং ভয়কে জয় করেছেন। সবচেয়ে কঠিন কাজগুলো খুব সহজেই করেছেন আপনি। অল্প সময়েই আপনি এর ফল উপভোগ করবেন।”, এই বলে ঈগলটি চলে গেলো।
মহারাজ এই তিন বছরের শিক্ষাগুলো মনে রাখলেন এবং সেগুলো চর্চা করতে থাকলেন। ধীরে ধীরে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজা হয়ে উঠলেন।
শিক্ষা: সবসময় কথা রাখবে এবং ধৈর্য ধারণ করবে