একদা রিমন নামের একটি ছোট্ট ছেলে ছিলো। প্রতিটি বিষয়ে তার অনেক কৌতূহল ছিলো।
একদিন কৌতূহলবশত সে এক রাক্ষসের বাসায় ঢুকে পড়লো। মানুষের বাচ্চার গন্ধ পেয়ে রাক্ষসটি অনেক খুশি হলো।
সে তার স্ত্রীকে বললো, “আমার জাদুকরী জুতাটা দাও। জাদুকরী জুতা পরে আমি আজকে মানুষের বাচ্চাকে খাবো।”
রিমন রাক্ষসের কথা শুনে ফেললো। লুকিয়ে গেলো সে। রাক্ষস অনেক খোঁজাখুঁজির পরেও রিমনকে খুঁজে পেলো না।
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো রাক্ষস। রিমন সাহস করে রাক্ষসের কাছে গেলো। রাক্ষসের পা থেকে জুতা খুলে নিজের পায়ে পরলো সে।
জাদুকরী জুতার কল্যাণে রিমন তার রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলো।
শিক্ষা: আমাদের সবসময় সাহসী হওয়া উচিত