একদিন টনি তার বন্ধুদের নিয়ে জঙ্গলের ধারে ঘুরতে গেলো। জঙ্গলের ধারের গাছগুলোতে অনেক পাখি বসে ছিলো।
টনির বন্ধুরা খেলার ছলে তাদের দিকে বাটুল ছুঁড়ে মারছিলো। বাটুলের আঘাতে একটি পাখি নিচে পড়ে গেলো।
পাখিটি আর উঠে দাঁড়াতেই পারছিলো না। টনি ও তার বন্ধুরা দ্রুত পাখিটিকে টনির বাসায় নিয়ে গেলো।
টনির বাবা পাখির ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিলো এবং টনি ও তার বন্ধুদের বললো,
“আমাদের মতো পশুপাখিদেরও জীবন আছে। ওদেরও কষ্ট হয়। পার্থক্য শুধু এইটাই যে, আমরা আমাদের কষ্টের কথা বলতে পারি কিন্তু তারা বলতে পারেনা।”
টনি ও তার বন্ধুরা নিজেদের ভুল বুঝতে পারলো। তারা টনির বাবাকে কথা দিলো তারা আর কখনো কোনো পশুপাখিকে আঘাত করবে না।
শিক্ষা: পশুপাখিদের আঘাত করতে নেয়