অনেক বছর আগে কিম ও টিম নামের দুই বন্ধু ছিলো। একদিন তারা বনে ঘুরতে গেলো। ঘুরতে ঘুরতে কিম-টিম বিশাল এক ভাল্লুকের সামনে পড়লো।
আচমকা ভাল্লুক দেখে খুবই ভয় পেলো তারা। কিম আত্মরক্ষার জন্য টিমকে ভাল্লুকের সামনে একা ফেলে দ্রুত গাছে উঠে গেলো।
টিম গাছে উঠতে পারতো না। তাই সে বুদ্ধি করে নিঃশ্বাস বন্ধ করে সেখানেই সটান হয়ে শুয়ে পড়লো।
টিম জানতো, ভাল্লুক মৃত মানুষ খায় না তাই-ই এভাবে শুয়ে পড়লো সে। ভাল্লুক টিমের কাছে এসে তার নাক-মুখ শুঁকে দেখলো।
টিমকে মৃত মনে হওয়ায় ভাল্লুক সেখান থেকে চলে গেলো।
ভাল্লুক চলে যাবার কিছুক্ষণ পর কিম গাছ থেকে নেমে আসলো এবং টিমকে জিজ্ঞেস করলো, “বন্ধু, ভাল্লুকটি তোমার কানে কানে কী বলে গেলো?”
টিম উত্তর দিলো, “বিপদে যে বন্ধু তোমাকে রেখে পালায়, তার সাথে আর কখনো মিশবে না।”
শিক্ষা: বিপদেই বন্ধুর পরিচয়