একদিন দেশের সেরা চিত্রকরদের নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করা হলো। প্রতিযোগিতায় তিনজন চিত্রকরকে আমন্ত্রণ জানানো হলো।
ছবি আঁকানোর জন্য তাদের ১০দিন সময় দেওয়া হলো। প্রথম চিত্রকর একটি বাগানের খুবই সুন্দর ছবি আঁকলো। দেখে আসল বাগান মনে হচ্ছিলো।
দ্বিতীয় চিত্রকর একটি আপেল বাগানের ছবি আঁকালো। আপেল বাগানের আপেলগুলো এতই রিয়েল ছিলো যে, একটি গরু তা খেতে যাচ্ছিলো।
এবারে তৃতীয় চিত্রকরের ছবি দেখতে গেলো বিচারকমন্ডলী। একটি কাপড় দিয়ে ছবিটি ঢাকা ছিলো।
কাপড়টি সরাতে গিয়ে বিচারকমন্ডলী দেখলো কাপড়টিই চিত্রকর্ম। কাপড়ের ছবিটা এতই নিখুঁত হয়েছিলো যে, বিচারকমন্ডলী বুঝতেই পারেনি এটি একটি চিত্রকর্ম।
এমন নিখুঁত ও ভিন্নধর্মী চিত্রকর্মের জন্য তৃতীয় চিত্রকরকে বিজয়ী ঘোষণা করা হলো।
শিক্ষা: আমাদের বৃত্তের বাহিরে ভাবা উচিত