বন্ধু নির্বাচন

একদা এক গাছে এক কবুতর দম্পতি বাস করতো। সেই গাছের নিচে একটি অজগরের বাসা ছিলো।

অজগরটি প্রায়ই কবুতর দম্পতির ডিম খেয়ে ফেলতো। এই নিয়ে কবুতর দম্পতি বেশ দুশ্চিন্তায় দিন কাটছিলো।

একদিন একটি শিয়ালের সাথে কবুতর দম্পতির বন্ধুত্ব হলো। তারা শিয়ালকে সব সমস্যা খুলে বললো।

কবুতর দম্পতি শিয়ালকে বললো, “বন্ধু শিয়াল, তুমি একদিন আমাদের বাসায় রাতের খাবার খেতে আসো এবং আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো।”

শিয়াল বললো, “ঠিক আছে, বন্ধু। আমি কালই আসবো।”

পরেরদিন শিয়াল দাওয়াত খেতে এসে কবুতর দম্পতির উপর আক্রমণ করলো। প্রাণ বাঁচাতে কবুতর দম্পতি তাদের ছানাপোনাদের নিয়ে দ্রুত সেই গাছ থেকে চলে গেলো।

অনেকদূরের এক গাছে গিয়ে বাসা বাঁধলো তারা। এরপর থেকে কবুতর দম্পতি বেশ ভেবেচিন্তে বন্ধু নির্বাচন করতো।

শিক্ষা: ভেবেচিন্তে বন্ধু বাছাই করবে