বহুকাল আগে এক রাজ্যে সিন্ডারেলা নামের এক হৃদয়বান মেয়ে তার সৎ মা ও দুই সৎ বোনের সাথে বসবাস করতো।
সিন্ডারেলার সৎ মা ও বোনেরা তাকে সারাদিন কাজ করাতো। একদিন রাজার দূত সিন্ডারেলার বাসায় আসলো।
রাজার দূত সিন্ডারেলাসহ তার সৎ মা ও বোনদের রাজপ্রাসাদের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানালো। কিন্তু সিন্ডারেলার সৎ মা ও বোনেরা তাকে সেই অনুষ্ঠানে নিয়ে গেলো না।
মন খারাপ করে নিজের ঘরে বসে কাঁদছিলো সিন্ডারেলা। এমন সময় এক পরী আসলো।
সে তার জাদুর মাধ্যমে সিন্ডারেলার ছেঁড়া পোশাক পরিবর্তন করে অনুষ্ঠানে যাওয়ার পোশাক বানিয়ে দিলো।
আর সিন্ডারেলার উঠানে জন্মানো বড় একটা মিষ্টি কুমড়াকে একটি ঘোড়ার গাড়ি বানালো এবং সেই গাড়ি চালানোর জন্য সিন্ডারেলার ঘরে থাকা দুইটি ইঁদুরকে ঘোড়া বানিয়ে দিলো।
পরী সিন্ডারেলাকে বললো, “তুমি এখন অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুত, সিন্ডারেলা। কিন্তু মনে রাখবে, ১২টার মধ্যে তোমাকে বাসায় ফিরে আসতে হবে।”
সিন্ডারেলা রাজপ্রাসাদের অনুষ্ঠানে গেলো। রাজকুমারের সাথে নাচ করলো। সিন্ডারেলাকে রাজকুমারের খুব পছন্দ হলো।
রাজকুমার তাকে নিজের মনের কথা বলতেই যাচ্ছিলো এমন সময় ঘড়িতে ১২টার ঘন্টা বাজলো। পড়িমরি করে সিন্ডারেলা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলো।
দ্রুত বের হতে গিয়ে তার এক পা থেকে স্যান্ডেল খুলে গেলো। পরেরদিন রাজকুমার সেই স্যান্ডেলের মালিককে খুঁজতে রাজ্যের সকল বাসায় তার দূত পাঠালো।
দূতরা প্রতিটি বাসায় গিয়ে বাসার মেয়েদের সিন্ডারেলার স্যান্ডেলটি পরিয়ে দেখতে লাগলো, স্যান্ডেলটি তাদের কিনা। অবশেষে দূতরা সিন্ডারেলাকে খুঁজে পেলো।
রাজকুমার সিন্ডারেলাকে বিয়ে করলো। অতঃপর রাজকুমার ও সিন্ডারেলা সুখেশান্তিতে বসবাস করতে থাকলো।
শিক্ষা: ভালো মানুষের সাথে ভালো কিছু হয়