বহুকাল আগে এক টার্কিশ সুলতানের সাথে এক রাশিয়ান সম্রাটের যুদ্ধ লাগলো। টার্কিশ সুলতান রাশিয়ান সম্রাটকে হারিয়ে নিজের বন্দী বানিয়ে রাখলেন।
কয়েকদিন পরে এক বীণা বাদক নারী টার্কিশ সুলতানের সাথে দেখা করতে আসলো। বীণায় মনোমুগ্ধকর সুর তুলে সুলতানের মন জয় করলো বীণা বাদক।
খুশি হয়ে সুলতান বললেন, “ওহে বীণা বাদক রমণী, এত সুন্দর বীণা বাজিয়ে আমার মন জয় করেছো তুমি। বলো, কী উপহার চাও? যা চাইবে, তা-ই পাবে।”
বীণা বাদক বললো, “আমি রাশিয়ান সম্রাটকে চাই, সুলতান। দয়া করে আপনার বন্দী থেকে রাশিয়ান সম্রাটকে মুক্ত করে দিন।”
সুলতান নিজের কথা রাখলেন এবং রাশিয়ান সম্রাটকে মুক্তি দিলেন। রাশিয়ান সম্রাট নিজ রাজ্যে ফিরে গেলেন। গিয়েই তিনি রাজ কার্যে ব্যস্ত হয়ে পড়লেন।
বন্দী থাকাকালীন রাণী একবারও সম্রাটের সাথে দেখা করতে যাননি বলে রাণীর উপর তাঁর অভিমান হয়েছিলো। তাই তিনি রাণীর সাথে দেখা করতে চাচ্ছিলেন না।
এমন সময় এক দাসী সম্রাটকে বললেন, রাশিয়ান রাণী বীণা বাদক সেজে কীভাবে টার্কিশ সুলতানের বন্দী থেকে রাশিয়ান সম্রাটকে মুক্ত করেছেন।
একথা শুনে সম্রাটের অনেক অপরাধবোধ হলো। তিনি দ্রুত রাণীর কাছে গেলেন এবং ক্ষমা চাইলেন।
শিক্ষা: কারো ব্যাপারে হুটহাট মন্তব্য করা উচিত নয়