হৃদি

একদা হৃদি নামের একটি মেয়ে তার দাদুর সাথে একটি গ্রামে থাকতো। একদিন এক ধনী লোক হৃদির দাদুর কাছে আসলো।

লোকটি হৃদির দাদুকে বললো, “আমি হৃদিকে নিয়ে যেতে চাই। নিজের মেয়ের মতো করে হৃদিকে বড় করতে চাই।”

হৃদির দাদু যেহেতু বিত্তশালী ছিলেন না তাই তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন। একদিকে হৃদির ভবিষ্যতের কথা ভাবছিলেন, অপরদিকে হৃদিকে হারাতেও চাইছিলেন না।

হৃদির ফুপু হৃদির দাদুকে বুঝিয়ে শুনিয়ে হৃদিকে ধনী লোকটির সাথে পাঠালো। হৃদি লোকটির বাসায় গেলো।

লোকটির একটি মেয়ে ছিলো। সে হাঁটতে পারতো না। হৃদিকে পেয়ে প্রতিবন্ধী মেয়েটি খুব খুশি হলো।

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো সে। অপরদিকে হৃদি দিন দিন অসুস্থ হতে লাগলো। ধনী লোকটি হৃদির অসুস্থতার কারণ বুঝতে পেরে তাকে তার দাদুর কাছে নিয়ে গেলো।

হৃদিকে পেয়ে দাদু খুব খুশি হলেন। বুকে জড়িয়ে ধরলেন হৃদিকে।

লোকটি হৃদিকে বললো, “হৃদি, আজ থেকে তুমি তোমার দাদুভাইয়ের সাথেই থাকবে। আমরা মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাবো।”

হৃদি ও দাদু দুইজনেই খুব খুশি হলো। তারা ধনী লোক ও তার মেয়েকে অনেক ধন্যবাদ জানালো।

শিক্ষা: পরিবারের সাথে থাকাই সবচেয়ে বেশি আনন্দের