চুরি করা একটি বদভ্যাস

একদা জনি নামের এক ছেলে ছিলো। তার চুরি করার বদভ্যাস ছিলো। ক্লাসে বন্ধুদের কোনো জিনিস পছন্দ হলেই জনির পছন্দ হলেই সে সেটি চুরি করতো।

একদিন জনির ক্লাস শিক্ষক নীলিমা বিষয়টি খেয়াল করলেন। জনিকে চুরি করার কুফল বোঝানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

সেইদিন টিফিনে জনি যখন খেলাধুলা করতে গেলো তখন শিক্ষক নীলিমা জনির সবচেয়ে প্রিয় পেন্সিল বক্সটি লুকিয়ে রাখলেন।

ক্লাসে এসে পছন্দের পেন্সিল বক্স না পেয়ে কান্না করতে লাগলো জনি। এমন সময় শিক্ষক নীলিমা তাকে নিজ কক্ষে ডেকে পাঠালেন।

জনিকে তার পেন্সিল বক্সটি দিয়ে তিনি বললেন, “জনি, তুমি কি জানো চুরি করা একটা বদভ্যাস? তোমার প্রিয় পেন্সিল বক্স হারিয়ে তোমার যেমন কষ্ট হচ্ছিলো, অন্যের কোনো জিনিস চুরি হয়ে গেলে তারও ঠিক তেমনই কষ্ট হয়।”

শিক্ষক নীলিমার কথা শুনে জনি নিজের ভুল বুঝতে পারলো। এরপর জনি আর কখনো চুরি করেনি।

শিক্ষা: বদভ্যাস দ্রুত বাদ দেওয়া উচিত