একদা এক গ্রামে এক কামার বাস করতো। তার দুই মেয়ে ছিলো। রোজ ও মলি। কামার দুই মেয়েকে একটি উচ্চবিত্ত পরিবারে বিয়ে দিয়ে চাইতো।
রোজ বাবার ইচ্ছার সাথে সম্মতি পোষণ করলেও মলি একটি রাজপুত্রকে বিয়ে করতে চাইতো। মলির এমন ইচ্ছা শুনে রোজ বেশ হাসাহাসি করতো।
একদিন মলির ঘরের জানালায় একটি ছোট্ট পাখি বেড়াতে আসলো। পাখিটিকে মলি খাবার ও পানি দিলো।
ধীরে ধীরে ছোট্ট পাখি আর মলি খুব ভালো বন্ধু হয়ে উঠলো। সারাক্ষণ দুইজন একসাথে থাকত, একসাথে গান গাইত। এভাবেই দিন কেটে যাচ্ছিলো মলির।
দেখতে দেখতে মলি ও ছোট্ট পাখির বন্ধুত্বের প্রায় এক বছর হয়ে আসলো। ইতিমধ্যে রোজের একটি উচ্চবিত্ত পরিবারে বিয়ে হয়ে গেলো।
কামার এবার মলির বিয়ের জন্য তোরজোড় শুরু করলো। ছোট্ট পাখি ও মলির বন্ধুত্বের যেইদিন এক বছর পূর্ণ হলো সেইদিন হঠাৎ ছোট্ট পাখিটি একটি রাজপুত্রে পরিণত হলো।
নিজের চোখকে যেনো বিশ্বাসই করতে পারলো না মলি।
রাজপুত্র বললো, “মলি, একটি ডাইনি আমাকে পাখি বানিয়ে দিয়েছিলো। বলেছিলো, কেউ আমাকে ভালোবেসে আমার সাথে ১ বছর থাকলেই কেবল আমি আগের রূপে ফিরে আসতে পারবো।”
রাজপুত্র আরো বললো, “তোমার বন্ধুত্ব ও ভালোবাসার কারণে আমি আবার আমার আগের রূপ ফিরে আসতে পেরেছি, মলি। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ।”
রাজপুত্র তার সবচেয়ে ভালো বন্ধু, মলিকে বিয়ের প্রস্তাব দিলো। মলি বিয়েতে রাজি হলো। ধুমধাম করে মলি ও রাজপুত্রের বিয়ে হলো।
এরপর তারা সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।
শিক্ষা: সত্যিকারের বন্ধুত্ব দামী সম্পদের চেয়েও মূল্যবান